ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
৩৪০

সাকলাইনের দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে ‘বুদ্ধিমান’ সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২০ ১৬ জুন ২০২০  

সাকিব আল হাসানকে বিশ্বের সবচেয়ে ‘বুদ্ধিমান’ স্পিনার হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের সাবেক অফস্পিনার সাকলাইন মুশতাক। তিনি বলেন, সে খুবই বুদ্ধিমান বোলার। বাংলাদেশের সঙ্গে কাজ করার সময় তাকে খুব কাছ থেকে দেখেছি আমি।

বিশ্ব ক্রিকেটে তিন ফরম্যাটে বর্তমানের সেরা স্পিনারদের বাছাই করতে গিয়ে সাকিব প্রসঙ্গ টেনে আনেন সাকলাইন। সেই সঙ্গে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডারের প্রশংসা করতেও ভুল করেননি তিনি।

সাকিবকে ‘বুদ্ধিমান স্পিনার’ হিসেবে অভিহিত করেন ‘দুসরা’ আবিষ্কারের জনক। ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে তাকে নিয়ে এ অসাধারণ মন্তব্য করেন সাকলাইন।

ওই সাক্ষাৎকারে সাকিব ছাড়া নিজের পছন্দের অন্য স্পিনারদের নাম বলেন তিনি। টেস্ট সংস্করণে অস্ট্রেলিয়ার নাথান লায়ন এ মুহূর্তে সেরা বলে জানান পাক কিংবদন্তি।

সাকলাইন বলেন, বড় দৈর্ঘ্যের ক্রিকেটে এখন বিশ্বের সেরা স্পিনার লায়ন। সে বড় সব দলের বিপক্ষে সফলতা পেয়েছে। এমনকি স্পিন ভালো খেলা ভারত ও পাকিস্তানের সঙ্গেও তার দারুণ রেকর্ড রয়েছে।

ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও কুলদ্বীপ যাদবকে সেরার তালিকায় রাখেন সাকলাইন। ডানহাতি অফস্পিনার অশ্বিনের বিষয়ে তিনি বলেন, সে ভালো বোলার। তবে ঘরের মাঠে।

বাঁহাতি চায়নাম্যান স্পিনার কুলদীপের ব্যাপারে সাকলাইন বলেন, সীমিত ওভারের ক্রিকেটে সত্যিই অসাধারণ স্পিনার সে। তার মাঝে ক্রিকেটীয় জ্ঞান আছে।

অন্য দলের স্পিনারদের প্রশংসা করার পাশাপাশি নিজ দেশের ঘূর্ণি জাদুকরদের নিয়ে কথা বলেন  সাকলাইন। তিনি বলেন, শাদাব খানের মাঝে দারুণ কিছু আছে। সে টেস্ট ক্রিকেটেও ভালো করবে। ইয়াসির শাহর রেকর্ড-পরিসংখ্যান দেখলেই বোঝা যায় সে বিশ্বসেরা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর